জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার রাজধানী কুয়ালালামপুরের তামিং জায়ায় দলটির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলে'র সভাপতিত্বে এসময় অনুষ্ঠান সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন টবলু, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, আইন বিষয়ক সম্পাদক জিদুল ইসলাম, প্রচার সম্পাদক গোলাম মোরশেদ, কুয়ালালামপুর মহানগর সভাপতি রাশেদ মাদবর, সহ-সভাপতি মামুন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস, রুবেলসহ অনেকে।
পরে কেক কেটে প্রিয় নেত্রীর জন্মদিন উপযাপন করেন নেতাকর্মীরা। এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই দেশ এবং বিদেশে আমরা সগৌরবে মাথা উচু করে কথা বলতে পারি। বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন