১৩ মে, ২০২৩ ১৬:৩৯

সিডনিতে পড়ুয়ার আসরের বর্ষপূর্তি উদযাপন

নাইম আবদুল্লাহ

সিডনিতে পড়ুয়ার আসরের বর্ষপূর্তি উদযাপন

সিডনিতে পড়ুয়ার আসরের বর্ষপূর্তি উদযাপন

অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুরি লিংক গলফ ক্লাব কমিউনিটি হলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পড়ুয়ার আসর’র প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট লেখক কবি ও সাহিত্যিক এই বর্ষপূর্তি উদযাপনে উপস্থিত ছিলেন।

শনিবার সকালে গলফ ক্লাব সংলগ্ন হলটি সজ্জিত হয় বই পড়ার গুরুত্ব তুলে ধরা নানারকম ব্যানার ও পোস্টারে। সময় মতো সব অতিথিদের উপস্থিতিতে পুরো স্থান উৎসবমুখর হয়ে ওঠে। প্রথমেই নিমন্ত্রিত অতিথিদের চা চক্রের মাধ্যমে আপ্যায়িত করা হয়। এরপর নির্ধারিত সময়েই শুরু হয় পড়ুয়ার আসরের তিন পর্বে সাজানো প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সব পড়ুয়া সদস্যদের অংশগ্রহণে বিশেষ পাঠ ও গীতি আলেখ্যানুষ্ঠান ‘মা ও মাতৃভূমি’। মার্চ মাসে ছিল স্বাধীনতা দিবস, আর এই মে মাসে মাতৃদিবস। এই বিষয়বস্তুকে ভিত্তি করে পড়ুয়ার আসর আয়োজন করেছিল এই বিশেষ পাঠ ও গীতি আলেখ্য ‘মা ও মাতৃভূমি’। মা ও খোকাকে নিয়ে বাংলা সাহিত্যের বিখ্যাত সব ছড়া, কবিতা ও গান দিয়ে সাজানো হয়েছিল এই আলেখ্য, যেখানে খোকার জন্ম, তার বেড়ে ওঠা, চারপাশের সমাজ ব্যবস্থা ও মাতৃভূমি নিয়ে খোকার ভাবনা এবং মাতৃভূমির ডাকে খোকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং অবশেষে মায়ের জন্য মাতৃভূমির স্বাধীনতা ছিনিয়ে আনা-এটাই ছিল এই গীতি আলেখ্যর মূল উপজীব্য।

রোকেয়া আহমেদের রচনা এবং নাসরিন মোফাজ্জলের সঞ্চালনায় এই পাঠপর্বে পাঠ ও আবৃত্তিতে অংশ গ্রহণ করেন লতা খান, বুলা হাসান, রওশন পারভীন, শামসুন্নাহার বিউটি, জিনাত চৌধুরী, নুরুন্নাহার বেগম, আজিজা শাদাত বিউটি, লায়লা লজি, শামীমা আলমগীর মনি, রিনা আক্তার ও  নুসরাত হুদা, নাসরিন মোফাজ্জল ও  রোকেয়া আহমেদ।

সংগীত পরিচালনায় রুমানা ফেরদৌস, তার সাথে ছিলেন রুনু রফিক ও রানী নাহিদ, শিশুশিল্পী সাফিনা জামান এবং তবলায় ছিলেন সাকিনা আক্তার। পুরো অনুষ্ঠানের শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মেহেদী হাসান। পড়ুয়াদের সাবলীল পাঠ ও আবৃত্তি এবং গানের মাধ্যমে পুরো আলেখ্যানুষ্ঠানটি দর্শক শ্রোতাদের বিমোহিত করে।

মধ্যাহ্নভোজের বিরতির পরে ছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ‘Writers are Readers Too’। এই পর্বে  ছিল সিডনির বিশিষ্ট লেখক, কবি ও সাংবাদিকদের অংশগ্রহণে এক বিশেষ পাঠপর্ব। এই পাঠপর্বে অত্যন্ত আন্তরিকতা ও  উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন ড. আবদুর রাযযাক, ড. কাজী আলী, অজয় দাশগুপ্ত ,আশীষ বাবলু, সিমি কাজী সুলতানা, আবু সৈয়দ ওবায়দুল্লাহ ও আবু সাঈদ। সম্মানিত অতিথিরা তাদের লেখা বই থেকে পাঠ ও আবৃত্তি করে শোনান এবং সেই সঙ্গে আবৃত্তি করে শোনান বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, নজরুল ইসলাম ও রবীন্দ্র নাথ ঠাকুরের কবিতা।

মৌলিক রচনা থেকে পাঠের এই পর্বের আকর্ষণীয় সংযোজন ছিল রুমানা ফেরদৌসের লেখা ও সুর করা মৌলিক গান ‘ভেসে যায়’। উপস্থিত দর্শক শ্রোতা মনোযোগে এই পর্ব আনন্দের সাথে উপভোগ করেন। ড. কাজী আলী পড়ুয়ার আসরের সদস্যদের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই উদ্যোগকে আরও সমন্বিত করে তোলার জন্য তার এক হাজার ডলারের অনুদান ঘোষণা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রফিকউদ্দিন এবং সিডনি বাঙালি সমাজের অভিভাবক তুল্য বিশিষ্ট ব্যক্তিত্ব গামা আবদুল কাদির। তার বক্তব্যে তিনি পড়ুয়ার আসরের বই পড়ার উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে নিজেও বই পড়ার সাথে সম্পৃক্ত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল উপস্থিত অতিথি শিল্পীদের পরিবেশনায় বিশেষ পর্ব। এই পর্বে কবিতা আবৃত্তি করে শোনান রুমানা হক এবং বিশিষ্ট আবৃত্তিকার ও সাবেক বিটিভি সংবাদ পাঠিকা নাসিমা আক্তার। এছাড়াও সংগীত পরিবেশন করেন রাসেল ইকবাল, নিলুফা ইয়াসমিন ও রুমানা হক। সবশেষে সব পড়ুয়া সদস্যরা সম্মিলিতভাবে উপস্থিত দর্শক শ্রোতাদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পড়ুয়ার আসর শুরু হয়েছিল বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সাথে সাথে বই পড়ার একটি ছোট্ট প্রচেষ্টা থেকে। এর পাশাপাশি কমিউনিটির জন্য ভালো কোনো কাজ করারও উদ্দীপনা ছিল প্রথম থেকেই। এই এক বছরে পড়ুয়ার আসর ৭টি পাঠপর্ব ছাড়াও Share the Dignity এর জন্য দুটো চ্যারিটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর