কানাডায় টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে টরন্টোর ২২ লেবোভিক অ্যাভিনিউ’র সিনেপ্লেক্স ওডেনে চার দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন স্ক্যারবরো সাউথ ওয়েস্ট’র এমপিপি ডলি বেগম।
আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর বিকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে ২২ লেভেবিক অ্যাভিনিউ’র সিনেপ্লেক্স ওডেন এবং ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে।
এবারের উৎসবে ২৪টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ৪২টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চলচ্চিত্র নির্মাতা আকরাম খানের পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। এ ছাড়াও উদ্বোধনী দিনে আরও ৯টি দেশের ৯টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রদর্শনী হয়।
এবারের চলচ্চিত্র উৎসবে পৃথিবীর প্রায় ১০০টি দেশ থেকে প্রায় ৪০০০টি চলচ্চিত্র জমা পড়ে, সেখান থেকে ২৪টি দেশের মোট ৪২টি চলচ্চিত্রের প্রদর্শনী করা হবে। ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এর চলচ্চিত্র প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রদর্শিত হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি নৃত্য পরিবেশন করেন ঋতুপূর্ণা চৌধুরী এবং কানাডার আদিবাসী সংগীত পরিবেশন করেন সান্টিয়াগো ও লরেঞ্জো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক ও ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর সমন্বয়ক মনিস রফিক।
এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান টরন্টোর স্টেশন ম্যানেজার মুশিকুর রহমান, বাংলাদেশ থেকে আমন্ত্রিত চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ কাইউম এবং কানাডার চলচ্চিত্র নির্মাতা রোডা মেঢাট। উদ্বোধনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও ষষ্ঠ টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ এর উৎসব পরিচালক এনায়েত করিম বাবুল।
বিডি প্রতিদিন/এমআই