লঙ্কান ঘূর্ণিতে লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশ। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে দিশেহারা হয়ে গেছেন বাংলাদেশি ব্যাটাররা। ১০০ রানে এক উইকেট হারানো বাংলাদেশ মাত্র পাঁচ রান যোগ করতেই হারিয়েছে আরও সাত উইকেট। নাজমুল রান আউট হওয়ার পর একে একে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান তামিম ও তাসকিন আহমেদ।
বাংলাদেশের হারটা যেন এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে। অথচ তানজিদ ও নাজমুল বেশ স্বাচ্ছন্দ্যেই এগিয়ে যাচ্ছিলেন লক্ষ্যের দিকে। তবে হুট করেই বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলই শুরু হয়ে যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ।
এর আগে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার টস জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা। নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪৪ রান করে শ্রীলঙ্কা।
বিডি-প্রতিদিন/এমআই