নিউইয়র্ক স্টেটের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ খ্যাতনামা অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রস্থ ফরিদপুর জেলা সমিতির উদ্যোগে বিজয় দিবস ও পিঠা উৎসবের উদ্বোধনকালে বলেছেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের শহীদের নামে স্মৃতিফলক থাকা দরকার। তাহলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস জাগ্রত রাখা সহজ হবে।
তিনি উল্লেখ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনা যথাযথভাবে লালন করার মধ্য দিয়েই ৩০ লাখ শহীদের প্রতি যথার্থ সম্মান জানানো সম্ভব। বিজয় দিবসে সেটি হওয়া উচিত প্রতিটি বাঙালির সংকল্প।
ইমিগ্রেশনের পাশাপাশি দুর্ঘটনার পতিত হওয়া প্রবাসীদের বিরাট অংকের ক্ষতিপূরণ আদায় করে দিয়ে বিশেষ প্রশংসা পাওয়া অ্যাটর্নি মঈন চৌধুরী আরো বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির ফল্গুধারাকে মহিমান্বিত করতে পিঠা উৎসবের গুরুত্ব অপরিসীম। বাঙালির ঐতিহ্য বার পার্বন তের উৎসব -এগুলোকে আমাদের পরবতী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এমন আয়োজনের মধ্য দিয়ে।
শনিবার অনুষ্ঠিত এ বিজয় সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ফরিদপুর জেলা সমিতির সভাপতি মো. ইমরোজ হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন, উৎসবের আহ্বায়ক এম এম রমজান আলীসহ বিশিষ্টজনেরা। শেষে বাহারী পিঠা ও খাবারে সবাইকে আপ্যায়ন করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ