আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে জার্মান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর জার্মান আগমন উপলক্ষে জার্মান আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি ছিলেন জার্মানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভুঁইয়া।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন