বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তির কামনায় দোয়া এবং আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া সেরি দামানসারা শাখা। রবিবার বিকালে সেরি দামানসারার স্থানীয় একটি রেস্টুরেন্টে মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ও মালয়েশিয়া বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান। এ সময় বক্তব্য রাখেন মো. শরীফ আহমেদ, মোহাম্মদ মিথুন, মনিরুল ইসলাম মনির প্রমুখ।
সেরি দামানসারা শাখা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও প্রবাসী অনেক বাংলাদেশি দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তির কামনা, সদ্য প্রয়াত মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিটন এবং আগস্টের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মো. মনিরুজ্জামান।
বিডিপ্রতিদিন/কবিরুল