দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের অদূরে লুরি এলাকায় মামুন সরদার নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নিহতের নিজ দোকানে খুনের ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যার পর একজন দুর্বৃত্ত বন্দুকধারী কাস্টমার সেজে দোকানে প্রবেশ করে। এসময় ক্যাশ কাউন্টারে বসে থাকা মামুনের মাথায় তিন রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে। তবে দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার সময় ক্যাশের কোন টাকা পয়সা বা মূল্যবান জিনিস পত্র কিছুই নেয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কি কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত মামুন সরদার বরিশাল জেলার বাবুগঞ্জের বাসিন্দা।
একটি সূত্র জানিয়েছে, কয়েকমাস পূর্বে মামুনের পার্টনারের সাথে একটি ঝামেলা সৃষ্টি হয়। সে সমস্যার মামলা কোর্ট পর্যন্ত গড়ায়। সেই মামলায় কয়েকদিন আগে কোর্টের রায় আসে মামুনের পক্ষে। তাই এই ঘটনায় পার্টনারের হাত রয়েছে কিনা তা নিয়ে আলোচনা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল