মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স।
ক্যাথসীমার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ফয়সল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহিবুর রহমান মুহিব।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হক হেলাল চৌধুরী, প্রধান উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, তাইজুল ফয়েজ, মো. নুর মিয়া, ফয়সাল আহমদ, হাজী মোহাম্মদ কাউসার আহমদ, শওকত আলী(নূর), জয়নাল আবেদীন, শামসুদ্দিন, শরিফ উদ্দিন স্বপন, সহ-সভাপতি আব্দুল বাসিদ, সালেহ আহমাদ, আনফর আলী, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, মুন্না আহমদ, মোস্তফাজুর রহমান তারেক, খালেদা আহমদ, আব্দুল কাইয়ুম ও সাদিকুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও বিজয় কে অক্ষুন্ন রাখতে দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতে বাংলাদেশে সরকার গঠনে প্রবাসীরা ভোট দেয়ার মাধ্যমে আরো বেশি সক্রিয় অংশগ্রহণ করবে।
এসময় মহান মুক্তিযুদ্ধ এবং গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন