কানাডার টরন্টোতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন টরন্টোতে বসবাসকারী সর্বস্তরের বাংলাভাষী প্রবাসী বাঙালিরা। সাথে যোগ দেন বিদেশিরাও।
এ সময় কানাডার মূলধারার রাজনীতিকসহ সকল সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। তাপমাত্রা ২০ ডিগ্রি হিমাঙ্কের নিচে থাকা সত্ত্বেও উচ্ছ্বসিত প্রবাসী বাঙালিরা ভিন্ন এক অনুভূতি আর চেতনায় পালন করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বিডিপ্রতিদিন/কবিরুল