মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ পালন করেছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।
২০২৫ সালে “টেকসই উন্নয়নের জন্য ভাষা” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলি পার্কের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার আবিদা ইসলাম ও টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান ।
পরে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে হাইকমিশনার জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে একটি বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সমবেত কণ্ঠে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি পরিবেশন করেন। লন্ডন ও আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এই বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা শহীদ, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাদের আত্মার শান্তি এবং দেশের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং ইউনেস্কোর মহাপরিচালকের বাণী পাঠ করা হয়। বিশেষ আলোচনা পর্বে ক্যামডেন কাউন্সিলের মেয়র সমতা খাতুন, টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাইফুদ্দিন খালেদসহ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/কেএ
 
                         
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                        