প্রথম তারাবি নামাজের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। শনিবার স্থানীয় সময় ভোরে সেহরি খেয়ে রমজানের প্রথম রোজা রাখবেন সেখানকার মুসলমানরা।
এআই টেকনোলজি ব্যবহার করে প্রথমবারের মতো চাঁদ দেখেছে আমিরাত। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আমিরাতে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি) চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
তারাবির নামাজ উপলক্ষ্যে দুবাইসহ সারা আমিরাতের মসজিদে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
প্রবাসী বাংলাদেশিরা জানান, কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।
এদিকে, দুবাইয়ের বিভিন্ন মসজিদে স্থানীয় ও প্রবাসীদের উপস্থিতিতে মসজিদে তিল ধারণের জায়গা ছিল না। বেশকিছু মসজিদে বাইরে শামিয়ানা টাঙিয়ে তারাবির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। প্রতি বছরের মতো এবারও রমজান মাসে দুবাইয়ের বিভিন্ন মসজিদে খতম তারাবির পাশাপাশি সুরা তারাবি হবে।
রমজান উপলক্ষ্যে আমিরাতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাজের সময় রবিবার-থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা এবং শুক্রবার ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে, পবিত্র রমজান উপলক্ষ্যে আমিরাতে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দিয়েছে। বিভিন্ন সুপার মলে অফারের প্রাইজ ট্যাগ ঝুলানো রয়েছে।
বিডি প্রতিদিন/কেএ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        