২২ জানুয়ারি, ২০২০ ১৫:২৮

ইসিতে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং শুরু

নিজস্ব প্রতিবেদক

ইসিতে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং শুরু

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের নিরাপত্তায় নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং শুরু হয়েছে। বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ইসিতে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে তিন নির্বাচন কমিশনার, পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। 
বৈঠকের জন্য প্রস্তুত করা কার্যপত্রে নির্বাচনী নিরাপত্তার উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে- গুরুত্বপূর্ণ এলাকা ও কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা; ভোটের দিন কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ধূমপান নিষিদ্ধ ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা, নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে ভোটারদের কেন্দ্রে যাওয়া-আসার জন্য আগে থেকেই নির্বাচনী এলাকায় নিবিড় টহলের ব্যবস্থা নেওয়া। 
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর