২৬ জানুয়ারি, ২০২০ ২১:২৪

পুলিশের কাছে গোপীবাগের ঘটনার 'তথ্য' চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

পুলিশের কাছে গোপীবাগের ঘটনার 'তথ্য' চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা

গোপীবাগ এলাকায় প্রচারণার সময় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারে সংঘর্ষের ঘটনার প্রকৃত তথ্য জানতে চেয়েছে রিটার্নিং কর্মকর্তা।

সংশ্লিষ্ট আইন শৃঙ্খলাবাহিনীর কাছে এ সংক্রান্ত জবাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে রবিবার সাংবাদিকদের এতথ্য জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার নির্বাচন কর্মকর্তা মাসুদুল হক।

তিনি জানান, আইন শঙ্খলাবাহিনীর কাছে রিটার্নিং কর্মকর্তার এ ঘটনার ব্যাখ্যা চেয়েছেন।
“ঘটনাস্থল ওয়ারী থানার ওসিকে প্রকৃত ঘটনা কী এবং দায়ী কারা- এ সংক্রান্ত চিঠি জবাব দিতে বলা হয়েছে”।

এদিকে ইসি সচিব মো. আলমগীর জানান, গোপীবাগে সংঘর্ষের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা দক্ষিণে বিএনপি মেয়র প্রার্থীর প্রচারে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, “যদি কেউ হামলা করে থাকে অবশ্যই নজরে আনলে ব্যবস্থা নেওয়া হবে।  রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকার সহকারি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী হাকিমের কাছে এ সংক্রান্ত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। 

বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা বা ইসির নজরে না আনা হলে কিংবা অভিযোগ না জানালে কী বা করার থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এ নির্বাচন কমিশনার জানান, সংঘর্ষ বা হামলার বিষয়গুলো আচরণবিধির সঙ্গে সম্পক্ত নয়। সেক্ষেত্রে ফৌজদারি অপরাধমূলক বিষয়। 

“আদালতে বা থানায় মামলা করতে পারেন। মামলা হলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।”

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর