► ভক্ত : আপনার আত্মজীবনীটা পড়ে খুব ভালো লাগল।
লেখক : ধন্যবাদ।
ভক্ত : এ রকম আরও কয়েকটা লিখুন না।
► পথিমধ্যে এক জায়গায় ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। জানা গেল, হতাহতের ঘটনাও ঘটেছে। এক ক্যামেরাম্যান ভাবলেন, দুর্ঘটনাস্থল থেকে চটজলদি কিছু ছবি না তুললেই নয়।
ক্যামেরা হাতে এগিয়ে গেলেন তিনি। এদিকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান ছবি তুলবেন কি, ঘটনাস্থলের কাছাকাছি যাওয়াই দায়।
ফন্দি আঁটলেন তিনি। উঁচু গলায় বলতে শুরু করলেন, ‘দেখি ভাই, আমাকে একটু সামনে যেতে দেন। যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত আপনজন। একটু সামনে যেতে দিন।’ ক্যামেরাম্যানকে জায়গা করে দিল লোকজন। তিনি সামনে গিয়ে দেখলেন, দুটো ছাগল মরে পড়ে আছে!
► এক পাগল রোগী এসেছেন চিকিৎসকের কাছে-
চিকিৎসক : কী সমস্যা আপনার, বলুন?
রোগী : স্যার, আমার সব সময় মনে হয়, আমি একটা মুরগি।
চিকিৎসক : বলেন কী। তা কবে থেকে এমনটা মনে হয় আপনার?
রোগী : যখন আমি একটি ডিম ছিলাম, ঠিক তখন থেকেই, স্যার।
► পোস্ট অফিসে গিয়ে এক লোক পোস্টমাস্টারের দিকে একটি খাম বাড়িয়ে দিল।
: দেখুন তো ভাই, ঠিক আছে কি না?
: আরও বিশ পয়সার টিকিট দিতে হবে। চিঠি ভারী হয়ে গেছে।
: টিকিট লাগালে তো আরও ভারী হয়ে যাবে।
► এক মহিলা মুরগির দোকানে গেছেন,
দোকানে একটাই মুরগি আছে।
মহিলা : ওই মুরগির দাম কত?
দোকানদার : ২৭০ টাকা।
মহিলা : আরেকটা মুরগি দেখাও।
দোকানদার ওই মুরগিটাই ভিতরে নিয়ে গিয়ে আবার এনে বলল, ২৮০ টাকা।
মহিলা : আমাকে দুটি মুরগিই দাও।
► এক তরুণী চাকরিজীবী, রোজ অফিসে বেশ দেরি করে আসেন। অফিসের বস, এই ঘটনা জেনে অনেকবার ওই তরুণীকে শাসিয়েছেন। অথচ আজও সে দুই ঘণ্টা দেরি করে অফিসে এসেছে!
বস : আচ্ছা, আজও দেরি হলো কেন?
তরুণী : কী করব স্যার, রাস্তায় এক বখাটে ছেলে পিছু নিয়েছিল!
বস : বলে কী! তাহলে তো দ্রুত হেঁটে আরও এক ঘণ্টা আগে অফিসে পৌঁছানোর কথা, দেরি হলো কেন?
তরুণী : আর বলবেন না, ছেলেটা এত আস্তে হাঁটে!
সংগ্রহ : আফরোজা পারভীন, বাগামারা, রাজশাহী