আমার হৃদয়ে কিছু মনমরা ব্যাঙ
আবাস গেড়েছে মেলে কালোমতো ঠ্যাঙ
ছড়িয়ে বসেছে তারাঃ ওঠানামা পেটে
তাদের গায়ের ঘ্রাণ হালকা তামাটে
হৃদয়ে ব্যাঙের ডাক নিয়ে চলাচল
করেছি অনেক আমি এতে ফলাফল
যা এলো তা এলো বটে, যা এলো না তাও
বলল সকলে মিলে, সতত লাফাও
এক লাফে কিছুদূর দুই লাফে ঢের
এমতো লাফিয়ে আমি এসব লাফের
ভেতরে কিভাবে আমি বসে থাকি সেটা
দেখেছি নিজের চোখে হুবহু ছবিটা
যেমনি ছড়িয়ে বসা তেমনি দু’পায়ে
যেন আমি ব্যাঙ নই ব্যাঙের উপায়ে
লাফ দিয়ে সে দু’টিকে বাতাসে ঝুলিয়ে
আপন কণ্ঠনালী ফুঁ দিয়ে ফুলাই
হৃদয়ে যা মনমরাঃব্যাঙের গুলাই