শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

জেগে আছে সন্তানেরা

শেখ মফিজুর রহমান

তোমার প্রতি আমার টান অবিচ্ছেদ্য

ঘাতকের বুলেট যার ছেদ আনতে পারবে না।

তোমার সাথে এই দেশের মাটির সম্পর্ক অবিচ্ছিন্ন

মৃত্যু যার মাঝে বাঁধা হতে পারবে না।

তোমার আরেক নাম হে পিতা,

তোমার আরেক নাম স্বপ্ন, ভুখা নাগা ভিখারির

নিজ পায়ে দাঁড়ানোর, স্বাধিকারের স্বপ্ন।

বোকারা ভাবে দেহের মৃত্যু ঘটলেই

সবকিছুই শেষ বুঝি কিন্তু যে মহৎ আত্মা

আছে জেগে, তার থেকেই জন্ম হবে লক্ষ কোটি মুজিবের।

স্বপ্নের যে বীজ গেছ বুনে লাখো বাঙালির

মা মাটির ঘ্রাণ মাখা হৃদয়ে, ভালোবাসার,

স্বাধীনতার, আত্ম প্রত্যয়ের সে স্বপ্ন বীজ

কেউ কি পারবে গায়ের সব শক্তি দিয়ে

একটানে উপড়ে ফেলতে?

গায়ের জোরে প্রাণের চিহ্ন মোছা যায়

গায়ের জোরে সংবিধান ব্যবচ্ছেদ করা যায়

পিতার প্রতি সন্তানের ভালোবাসা কি

মোছা যায়-বল, মোছা কি যায়?

লক্ষ লক্ষ সন্তানেরা জেগেছে আজ

পিতার সোনার বাংলা গড়তে,

পাপীদের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেব

শতাব্দীর প্রাচীন অন্ধকার।

প্রত্যাশার সূর্য উঠবে পিতার কবরের কোল ঘেঁষে।

তাঁর সন্তানেরা জয়ী হবে নতুন শতকের শপথ নেবে।

পাপাত্মা, অন্ধকারের জীব, দূর হ

দূর হ এই সোনার বাংলা থেকে

শয়তানের কালো থাবা দূর করতে

জেগেছে পিতার আদর্শে বলিয়ান সন্তানেরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর