শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা
কবিতা

পীরানি পরান

শামীম আজাদ

যদি কোন মধ্যাহ্নে

কভিড অবসরে

ড্যাফোডিল ঢালে নেমে যাই

মনে হয় আমিও বিদ্যুৎ ছিলাম

কুয়োকাটা মধ্যাহ্নে

স্থিরবসা বালিদের স্তন থেকে

দুধের বোতল ভেঙে ডাকিয়াছি ডাহুক।

 

সমস্ত রাতের রতি শেষে

তোমার বুকের গন্ধে পূর্ণ করে শ্বাস

দিয়াছি বিশ্বাস।

 

পাথর পালঙ্ক ঘিরে বকুলের ঘ্রাণ

ঘুরেফিরে

সবকিছু বন্ধক রেখেছিল

অ™ভুত তান্ত্রিক ত‚ণে।

চারিদিকে পাঁজরের ফুল দেখে

তোমাদের সাথে থেকে আমিও তো

গেছি সব কিছু ভুলে।

 

আজ পতিত পুরাণ যত

যত পাপ যত পবিত্রতা

সকল হয়েছে প্রবল

এক রৈখিক জল।

 

তুমিও দেখিবে একদিন

কুশপত্রে প্রশ্ন ঝরিতেছে

নিন্দাকাঁটা বিঁধিতেছে তোমাদেরও

তরঙ্গ ভাঙিতেছে তুষারের যাবতীয় তাপ।

 

দূরতম দীপ্র প্রথমালোকে

দেখিবে মেঘের জাহাজ

ধরে আসিতেছে প্রবল প্রাচীন

যা শুধু পীরানি চিহ্ন,

নহে কোন পার্থিব ঋণ।

 

ড্যাফোডিল নমিত হলে

নন্দিত নববর্ষ কথা বলে,

বলে শামীম, আর কতদিন

 

এভাবে প্রবাস তুমি করিবে রঙিন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর