বিশ্বে নিজের চেষ্টায় বিলিয়নেয়ার হওয়া নারীদের মধ্যে দুই-তৃতীয়াংশ-ই চীনের। প্রকৃতপক্ষে শীর্ষ ১০ নারী বিলিয়নেয়ারের মধ্যে ৮ জনই হচ্ছেন চীনের। চীনা গবেষণা প্রতিষ্ঠান 'হুরুন রিপোর্ট' তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নারী বিলিয়নেয়ারদের এ তালিকায় চীনাদের আধিপত্য। তালিকায় স্থান পাওয়া নারী বিলিয়নেয়ারদের মধ্যে ৪৯ জনই হচ্ছেন চীনা। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নারী বিলিয়নেয়ারের সংখ্যা ১৫ জন। তৃতীয় স্থানে থাকা যুক্তরাজ্যের রয়েছে ৩ জন, স্পেনের ২ জন। আর অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইতালি ও নাইজেরিয়ার রয়েছে ১ জন করে সেল্ফ মেড নারী বিলিয়নেয়ার।
ব্যবসায় চীনা নারীরা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তালিকাটি এরই প্রমাণ বলে মন্তব্য করেছেন হুরুন রিপোর্টের চেয়ারম্যান ও প্রধান গবেষক রুপার্ট হুজওয়ের্ফ। খবর ইয়াহু নিউজের
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/শরীফ