Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৩ আগস্ট, ২০১৯ ২১:৩৬

খেয়েই কোটিপতি বেথানি গাসকিন

খেয়েই কোটিপতি বেথানি গাসকিন

ইউটিউব এখন টাকা উপার্জনের অন্যতম একটি মাধ্যম। কিন্তু তাই বলে নিজের খাওয়ার ভিডিও পোস্ট করে কোটি টাকা কামানো যাবে! এমন এক ঘটনাই ঘটছে বেথানি গাসকিনের ক্ষেত্রে। মানুষ অর্থ আয় করে দুটো খেয়ে-পরে বাঁচার জন্য। আর গাসকিন অর্থ আয় করেন খাওয়ার মাধ্যমে।  যুক্তরাষ্ট্রে বসবাসরত এই নারী ইউটিউবে খাওয়ার ভিডিও দেন। মজা করে খেতে থাকেন বিশাল বিশাল কাঁকড়া, চিংড়িসহ নানা সুস্বাদু খাবার। এতেই মাসে কোটি টাকা আয় হয় তার। ইন্টারনেটে এই খাওয়ার বিষয়টিকে ‘মুকব্যাং’ বলা হয়। একজন লোক ক্যামেরার সামনে বসেন, তার সামনে রাখা থাকে প্রচুর খাবার। লোকটির কাজ একা সেই বিপুল পরিমাণ খাবার খেয়ে শেষ করা। এই দৃশ্য অনলাইনে দেখে লাখ লাখ মানুষ পায় বিনোদন আর গাসকিন এর মাধ্যমে করেন অর্থ উপার্জন। দক্ষিণ কোরিয়াতে এর প্রচলন প্রথম শুরু হয়েছিল।


আপনার মন্তব্য