মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জিমিদের সামনে ওমান

ক্রীড়া প্রতিবেদক

জিমিদের সামনে ওমান

মালয়েশিয়া টানা দুই ম্যাচ জিতে ওয়ার্ল্ড হকি লিগে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করে ফেলেছে। দ্বিতীয় অবস্থানে কে থাকবে আজ বাংলাদেশ-ওমান ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে। তবে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দল পেতে হলে ওয়ার্ল্ড হকি লিগে আজ ওমানকে হারাতেই হবে। ড্র হলে গোল পার্থক্যে গ্রুপ রানার্সআপ হয়ে যাবে ওমান। যদিও ম্যাচে বাংলাদেশকে ফেবারিট ধরা হচ্ছে। তারপরও জয় যে পাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা বাংলাদেশকে হারানোর রেকর্ডও আছে ওমানের। তাছাড়া র‌্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে তারা। অথচ হকিতে ওমানের যাত্রা বেশিদিন হয়নি। কোচ অলিভার ও অধিনায়ক জিমি বলেছেন, ওমান অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। জিততে হলে সেরা খেলাটাই খেলতে হবে। বিকাল ৪টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। ওয়ার্ল্ড হকি লিগে তৃতীয় রাউন্ড খেলতে চায় বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এই আসর। ঢাকায় দুই গ্রুপে আটটি দল দ্বিতীয় রাউন্ডে লড়ছে। কোয়ার্টার ও সেমিফাইনালের গুরুত্ব তো আছেই। তবে ফাইনালে গেলেই ইংল্যান্ডের টিকিট পেয়ে যাবে। কেননা ঢাকায় অনুষ্ঠিত আসরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল তৃতীয় রাউন্ডে খেলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর