শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দ্বিতীয় দিনেও বৃষ্টি বাধা কলকাতা টেস্টে

ক্রীড়া ডেস্ক

কলকাতা টেস্টের প্রথম দিনের প্রায় পুরোটাই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। খেলা হয়েছিল মাত্র ১১.৫ ওভার। তাতেই ইতিহাসের পাতায় আলাদা করে নিজেকে ঠাঁই দিয়েছিলেন সুরঙ্গা লাকমল। ৬ ওভারের স্পেলে কোনো রান দেননি। অথচ তুলে নিয়েছিলেন ভারতের তিন ব্যাটসম্যানকে। স্পেল ছিল ৬-৬-০-৩। গতকাল দ্বিতীয় দিনেও বৃষ্টিতে খেলা হয়নি খুব বেশি। ২১ ওভার খেলা হয়েছে আরও। তাতেও বিপদ কাটেনি স্বাগতিক ভারতের। মোট ৩২.৫ ওভারে ৭৪ রান তুলতে হারিয়েছে ৫ উইকেট। অবশ্য এর মধ্যে আশার তরী বাইতে শুরু করেছেন চেতেশ্বর পূজারা। তিনি ব্যাট করছেন ৪৭ রানে। পূজারার দৃঢ়তায় গতকাল দ্বিতীয় দিনে কোনো উইকেট পাননি লাকমল। কিন্তু টেস্ট ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখে নিয়েছেন স্থায়ীভাবে। আগের দিন ৬ ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট নেওয়া লাকমল কালই প্রথম রান দেন। সেটা মোট ৪৬ বল করার পর। অর্থাৎ তার বোলিংয়ে ভারতীয ব্যাটসম্যানরা প্রথম রান নিয়েছেন ৭.৫ ওভারে। ২০০১ সাল থেকে ‘বল বাই বল’ পরিসংখ্যান রাখা শুরু। এরপর থেকে প্রথম রান দিতে কোনো বোলার এতটা ডটবল নেননি। আগের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিয়ান বোলার জেরম টেলরের। ২০১৫ সালে টেলরের ৪০ বলের পর প্রথম রান নিয়েছিল অস্ট্রেলিয়া। লাকমলের রেকর্ডের দিনে শ্রীলঙ্কার পক্ষে ২টি উইকেট নিয়েছেন দাশুন শানাকা। ইডেন গার্ডেনের কঠিন উইকেটে লড়াকু ব্যাটিং করছেন পূজারা। দলের মোট সংগ্রহের অর্ধেকের বেশি রানই তার ব্যাট থেকে এসেছে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত, প্রথম ইনিংস : ৭৪/৫, ৩২.৫ ওভার (লোকেশ রাহুল ০, শেখর ধাওয়ান ৮, চেতেশ্বর পূজারা ৪৭*, বিরাট কোহলি ০, আজিঙ্কা রাহানে ৪, রবিচন্দন অশ্বিন ৪, ঋদ্ধিমান সাহা ৬*। লাকমল ৩/৫, গামাগে ০/২৪, শানাকা ২/২৩, করুনারত্নে ০/১৭)।

সর্বশেষ খবর