রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশকে এগিয়ে রাখলেন দুই তারকা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশকে এগিয়ে রাখলেন দুই তারকা

মামুনুল ইসলাম - বিপ্লব ভট্টাচার্য

মামুনুল ইসলাম দেশের তারকা ফুটবলার। দীর্ঘদিন ধরে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২০১৫ সালে তারই নেতৃত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ বাংলাদেশ ফাইনাল খেলেছিল। চ্যাম্পিয়ন হতে পারেননি। এখন কোনো টুর্নামেন্টে জাতীয় দলের ফাইনাল খেলাটা স্বপ্নে পরিণত হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেও দেখা মিলছে না জাতীয় দলের।

জাতীয় দলের সময়টা ভালো না গেলেও মেয়েরা ঠিকই জ্বলে উঠছে। বাংলাদেশের মেয়েরা এখন দক্ষিণ এশিয়ার শক্তিশালী দলে পরিণত হয়েছে। একের পর এক টুর্নামেন্টে ফাইনাল খেলছে। গত বছর মূল সাফ চ্যাম্পিয়নশিপে সাবরিনারা ফাইনাল খেলেছিলেন। হেরে যায় ভারতের কাছে। ঢাকায় আজ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে ফাইনাল খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষ সেই ভারত। লিগ পর্ব ম্যাচে ভারতকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। ফাইনালে তাই বাংলাদেশই ফেবারিট।

কে জিতবে শিরোপা? বাংলাদেশ না ভারত। মামুনুল বলেন, মেয়েরা চমৎকার ফুটবল খেলছে। লিগের ব্যস্ততার কারণে কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৫ আসরের খেলা দেখিনি। তবে ভালো খেলছে তা মিডিয়ার মাধ্যমে জেনেছি। আমার বিশ্বাস ভারতকে ফাইনালে হারিয়ে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। অনেকে বলেছেন লিগ পর্বে জয় পাওয়ায় ফাইনালে আঁখিদের মনোবল থাকবে তুঙে। হ্যাঁ, ফুটবলে মনোবল একটা বড় ফ্যাক্টর। কিন্তু ফাইনালের বিষয়টি পুরোপুরি আলাদা। এখানে কোনো হিসাব-নিকাশ চলে না। শিরোপা লড়াইয়ে লিগের পারফরম্যান্স বিচার করলে বাংলাদেশকেই এগিয়ে রাখা যায়। তারপরও মনে রাখতে হবে ফাইনালে প্রতিপক্ষ দলটা ভারত। সতর্ক হয়ে খেলতে পারলে আশা রাখি ভারতকে হারিয়ে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে।

আরেক তারকা ফুটবলার বিপ্লব ভট্টাচার্য। বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক তিনি। জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। বিপ্লব এক বাক্য স্বীকার করলেন, ফুটবলে মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে। ফিফা র‌্যাঙ্কিং ১০০তে উঠে এসেছে। এতে আমরা গর্ববোধ করি। আজকের ফাইনাল সম্পর্কে তিনি বলেন, টুর্নামেন্টের পারফরম্যান্সের বিচারে অবশ্যই আমি বাংলাদেশকে এগিয়ে রাখব। মনে রাখতে হবে গ্রুপে জেতা আর ফাইনাল এক নয়। ভারত ঠিকই মরণ কামড় দিতে চাইবে। কোচ ছোটন ভাই মেয়েদের বেশ গুছিয়ে খেলাচ্ছেন। গোছানো ফুটবল খেলতে পারলে আমি বলবো ফাইনালেও ভারতকে সহজভাবে হারানো সম্ভব।

সর্বশেষ খবর