শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

তবু ভিলিয়ার্সের পছন্দ নয় চারদিনের টেস্ট

ক্রীড়া ডেস্ক

তবু ভিলিয়ার্সের পছন্দ নয় চারদিনের টেস্ট

ইতিহাসের প্রথম চারদিনের টেস্ট, দুই দিনের কম সময়ে। জিম্বাবুয়েকে উড়িয়ে দেবার পর দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক এবিডি ভিলিয়ার্সের খুশি থাকারই কথা। কিন্তু জয়ের চেয়ে সবার আগ্রহ ছিল টেস্টটা কেমন হলো তা জানার। ভিলিয়ার্সের কাছে খুব একটা খারাপ লাগেনি ব্যতিক্রমী এই টেস্ট।

পোর্ট এলিজাবেথে চারদিনের এই দিবারাত্রির টেস্টে ফল বের করতে তাড়াহুড়ো করেছেন দক্ষিণ আফ্রিকার ৩০৯ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে প্রোটিয়া বোলারদের দাফটের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। গোলাপী বলটা

বুঝতেই যেন দুটি ইনিংস শেষ হয়ে যায় তাদের। প্রথম ইনিংস মাত্র ৬৮ রানে অলআউট হওয়ার পর ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেরও ১২১ রানের বেশি এগুতে পারেনি গ্রায়েম ক্রেসারের দল।

তাড়াহুড়ো করে খেললেও এই ক্রিকেটে নতুনত্ব কিছু পেয়েছেন ভিলিয়ার্স। তারপরও চারদিনের টেস্ট পছন্দ না তার। টেস্ট আসলে পাঁচদিনের হওয়া উচিত। তা না হলে ক্রিকেটের সৌন্দর্য ম্লান হয়ে যাবে।

সর্বশেষ খবর