মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ক্রিকইনফো অ্যাওয়ার্ডে নেই বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

২০১৭ সালের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পারফরমারের পুরস্কার দিবে ক্রিকইনফো। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটটি সর্বশেষ যে তালিকা প্রকাশ করেছে, তাতে জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। ক্রিকইনফো অ্যাওয়ার্ডে জেতা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন স্টিভেন স্মিথ, নাথান লিয়ন, হেথার নাইট, ফখর জামান, মোহাম্মদ আমিরের মতো তারকারা।

পুনে টেস্টে ১০৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে টেস্টের সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ। টেস্ট বোলিং অ্যাওয়ার্ড জিতেছেন তারই স্বদেশী লিয়ন। ব্যাঙ্গালুরু টেস্টে ৫০ রানে ৮ উইকেট নিয়ে অ্যাওয়ার্ডটি জিতেছেন তিনি। সেরা অধিনায়ক নির্বাচিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন ইংল্যান্ডে মহিলা অধিনায়ক হেথার নাইট। অ্যাওয়ার্ড জেতার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন স্টিভেন স্মিথ, বিরাট কোহলি ও সরফরাজ আহমেদকে। ওয়ানডের দুটি অ্যাওয়ার্ড জিতেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ফাইনালে ১৪১ রানের  ইনিংস খেলে অ্যাওয়ার্ড জিতেছেন ফখর জামান। মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিং অ্যাওয়ার্ড। টি-২০ ক্রিকেটে সেরা ব্যাটিং অ্যাওয়ার্ড ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস এবং বোলিং অ্যাওয়ার্ড ভারতের যুজবেন্দ্র চাহালের।

 

সর্বশেষ খবর