মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আরামবাগ বলেই যত ভয় আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

আরামবাগ বলেই যত ভয় আবাহনীর

জ্বলে উঠবে কি সানডে

ভালোভাবেই এগিয়ে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রেফারিং নিয়ে এখন পর্যন্ত কোনো দলই সেভাবে অভিযোগ তোলেনি। পাঁচ পর্ব শেষের পর আজ থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলে মর্যাদাকর আসরের ৬ষ্ঠ রাউন্ড। দুটি ম্যাচ। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লড়বে আরামবাগের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। অন্যদিকে বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ও গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন।

পঞ্চম রাউন্ড শেষে চার ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান করছে নবাগত বসুন্ধরা কিংস। আবাহনী এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্র ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ময়মনসিংহ আরামবাগের হোম ভেন্যু। শেখ রাসেল ও শেখ জামালের কাছে দুই ম্যাচেই হেরেছে তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঘরের মাঠে আরামবাগ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তিন ম্যাচ খেলেছে। তিনটিতে জয়। তাও আবার ঢাকা মোহামেডান, সাইফ ও চট্টগ্রাম আবাহনীর মতো শক্তিশালী দলের বিপক্ষে। আজ ঘরের মাঠে আরামবাগের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। শক্তির বিচারে ম্যাচে অবশ্যই আবাহনী ফেবারিট। এ নিয়ে কারও সংশয় নেই। গোল উৎসবে মেতে উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু আবাহনী কি রিলাক্স মুঠে মাঠে নামবে? সত্যি বলতে কি দল হিসেবে দুর্বল হলেও প্রতিপক্ষটা আরামবাগ বলেই যত ভয় আবাহনীর। ১৯৮৫ সালে মোহামেডানকে হারানোর পরই আরামবাগ জায়ান্ট কিলারের খ্যাতি পেয়ে গেছে। এরপর থেকেই বড় দলের ঘুম হারাম করে দিচ্ছে তারা। এবারতো আরও ভয়ঙ্কর। তাই আজকের ম্যাচ জেতা মানে বড় একটা বাধা অতিক্রম করা। শেখ জামালও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ইতিমধ্যে তারা দুই ম্যাচে হার ও ১টিতে ড্র করেছে। টিম বিজেএমসি ও আরামবাগকে টানা দুই ম্যাচ হারানোয় ৭ পয়েন্ট নিয়ে তারা ৬ষ্ঠ স্থানে আছে। অবস্থান মজবুত করতে জয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই শেখ জামালের।

সর্বশেষ খবর