সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নেইমার মাঠে ফিরবেন কবে?

ক্রীড়া ডেস্ক

নেইমার মাঠে ফিরবেন কবে?

নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করে নেইমার লিখেছেন জীবন লড়াকুদের জন্য তাই কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না। বার বার ইনজুরির শিকার হচ্ছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। ভক্তদের মন চাঙা করতেই হয়তো ইনস্টাগ্রামে এই কথা লিখেছেন। তার ইনজুরিতে ভক্তরা যেন মানসিকভাবে ভেঙে না পড়েন। কথা হচ্ছে নেইমার মাঠে ফিরবেন কবে? পায়ের চোটে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া নেইমার পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন। কিন্তু দ্রুত কি সেরে উঠবেন তিনি? এ বছরের জানুয়ারিতে ফরাসি কাপে স্ত্রাস বুরের বিপক্ষে ডান পায়ের পাতায় মেটাটারসালে আঘাত পান ২৬ বছর বয়সী নেইমার। সুস্থ হতে ১০ সপ্তাহের মতো সময় লাগবে বলে জানিয়েছে তার ক্লাব পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই লেগসহ কমপক্ষে ১৪টি ম্যাচে পিএসজির হয়ে খেলতে পারবেন না নেইমার। অবশ্য তাকে ছাড়াই মঙ্গলবার ওল্ডফোর্ডে ম্যানইউর বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে জিতে পিএসজি। যে অবস্থা তাতে কোয়ার্টার ফাইনাল বা আরও পথ এগুলে পিএসজির হয়ে নেইমারের খেলার সম্ভাবনা ক্ষীণই বলা যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর