শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এজবাস্টন সৌভাগ্যের ভেন্যু : মরগান

ক্রীড়া প্রতিবেদক, বার্মিংহাম থেকে

এজবাস্টন সৌভাগ্যের ভেন্যু : মরগান

গ্রুপ পর্বে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বার্মিংহামের এজবাস্টনেই ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে গিয়েছিল ইংল্যান্ড। গতকাল সেই একই মাঠে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টন তাই এখন ইংলিশ অধিনায়ক এঊয়ান মরগানের কাছে সৌভাগ্যের ভেন্যু। গতকাল জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে যে এ মাঠেই আমরা ডু অর ডাই ম্যাচে ভারতকে হারিয়েছি। সেখানেই এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলাম। সত্যিই এটা আমাদের জন্য সৌভাগ্যের ভেন্যু।’ এ টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে তারা ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে জিতেছিল ৬৪ রানের বড় ব্যবধানে। গতকাল সেই দলটি কিনা ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারল না। প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তা বের মুখে পড়ে মাত্র ২২৩ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৮৫ রান করেছিলেন স্টিভ স্মিথ। ২২৪ রানের টার্গেটে ১০৭ বাকি থাকতেই নিশ্চিত হয় ইংল্যান্ডের জয়।

সর্বশেষ খবর