বিশ্বকাপ ক্রিকেট শেষ। তবে উত্তেজনায় ঠাসা ফাইনাল নিয়ে ক্রিকেটপ্রেমীরা এখনো চায়ের টেবিলে ঝড় তুলেছেন। আম্পায়ার কুমার ধর্মসেনার ৬ রানের সিগন্যাল নিয়ে বিতর্কে জেরবার ক্রিকেট বিশ্ব। এরমাঝেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্বকাপ ফুটবলের এশিয়া অঞ্চলের ৪০ দলের ৮ গ্রুপের বাছাই চূড়ান্ত হয়েছে। কাতার-২০২২ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে। গ্রুপের বাকি চার দল স্বাগতিক কাতার, মধ্যপ্রাচ্যের ওমান, প্রতিবেশী ভারত ও আফগানিস্তান। বাছাইপর্বে জামাল ভূঁইয়াদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান। শেষ ম্যাচ ২০২০ সালের ৯ জুন, প্রতিপক্ষ ওমান, ঘরের মাঠে। ১৯৮৫ সালের পর এই প্রথম বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলবে ভারত। বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে লাওসকে হারিয়ে দ্বিতীয় পর্বে খেলছে জেমি ডে-এর শিষ্যরা। গতকাল এশিয়ার ৪০ দলকে আট গ্রুপে বাছাই করা হয়। প্রতি গ্রুপে খেলবে ৫টি দল। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল জায়গা নিবে তৃতীয় রাউন্ডে। এছাড়া বাকি আট গ্রুপের সেরা চার রানার্স আপও খেলবে তৃতীয় রাউন্ডে। এই ১২ দল খেলবে এশিয়া কাপে। বাকি চার রানার্স আপ খেলবে এশিয়া কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে। গতকাল কুয়ালালামপুরে পাঁচ পটে রাখা হয় র্যাঙ্কিংয়ের সিরিয়াল অনুযায়ী ৪০ দল। বাংলাদেশ ছিল পাঁচ নম্বর পটে। বাংলাদেশ ছাড়াও এই পটে ছিল ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, নেপাল, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, গুয়াম ও শ্রীলঙ্কা। ১ নম্বর পটে ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও চীন। ২ নম্বর পটে ইরাক, উজবেকিস্তান, সিরিয়া, ওমান, লেবানন, ভিয়েতনাম, কিরগিজস্তান ও জর্ডান। ৩ নম্বর পটে ফিলিস্তিন, ভারত, বাহরাইন, থাইল্যান্ড, তাজিকিস্তান, উত্তর কোরিয়া, চাইনিজ তাইপে ও ফিলিপাইন এবং ৪ নম্বর পটে ছিল তুর্কমেনিস্তান, মিয়ানমার, হংকং, ইয়েমেন, আফগানিস্তান, মালদ্বীপ, কুয়েত ও মালয়েশিয়া।
বাছাইপর্ব শেষে দেখা গেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া খেলবে ‘এইচ’ গ্রুপে এবং ইরাক ও ইরান খেলবে ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ দেশগুলোর মধ্যে ভারত ও আফগানিস্তান বাংলাদেশের পরিচিত শক্তি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৩। প্রতিপক্ষ এশিয়া চ্যাম্পিয়ন কাতার ৫৫, ওশান ৮৬, ভারত ১০১ ও আফগানিস্তান ১৪৯। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের লড়াই শুরু ৫ সেপ্টেম্বর। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ খেলেছিল অস্ট্রেলিয়া, জর্ডান, কিরাগিজস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে একটি ড্র করেছিল বাংলাদেশ।