ডারউইনে ‘টপ অ্যান্ড টি-২০’ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ফের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড। গত বছর ফাইনাল খেলেছিল বিসিবি এইচপি স্কোয়াড। ফাইনালে হেরেছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে। বিসিবি এবার অবশ্য টপ অ্যান্ড টি-২০ চ্যাম্পিয়নশিপে এইচপি দল পাঠাচ্ছে না। পরিবর্তে পাঠাবে বাংলাদেশ ‘এ’। চ্যাম্পিয়নশিপে পাকিস্তান শাহিন্স ও নেপাল জাতীয় দলও খেলবে। নর্দার্ন টেরিটরি আঞ্চলিক ক্রিকেট বোর্ড ১১ দল নিয়ে আয়োজন করবে চ্যাম্পিয়নশিপ। অবশ্য সূচি ও সব দল চূড়ান্ত হয়নি এখনো। নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘আমাদের ভালো বন্ধু পিসিবি ও বিসিবিকে ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা তাদের মতো শক্তিশালী দুটি দলকে আমন্ত্রণ জানাতে পেরে সম্মানিত বোধ করছি।’ ডারউইনে বসবাসরত পাকিস্তানিদের স্বাধীনতা উদ্যাপনের সুযোগ দিতে ১৪ আগস্ট বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিন্স ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে আয়োজকরা। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ডারউইনের টি-২০ সিরিজে পুনরায় খেলার সুযোগ পেয়ে আমরা খুব খুশি। অস্ট্রেলিয়ান কন্ডিশনে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারা আমাদের ইমার্জিং খেলোয়াড়দের জন্য খুবই ভালো।
যা আমাদের ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়াবে।’