মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দিয়েগো ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ

দিয়েগো ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ফিফা যুব বিশ্বকাপ জয় করেন ১৯৭৯ সালে। সেবার তিনি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। বিশ্বকাপ জয় করেন ১৯৮৬ সালে। তবে বিশ্বকাপের মূল পর্বে ম্যারাডোনার অভিষেক হয়েছিল ১৯৮২ সালে। বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে শুরু হয়েছিল ম্যারাডোনার বিশ্বকাপ যাত্রা। সেই বিশ্বকাপে তিনি দুটি গোল করেছিলেন। তবে দ্বিতীয় রাউন্ডে ইতালির বিপক্ষে ম্যারাডোনাকে মোটেই খেলতে দেওয়া হয়নি। সেই ম্যাচে ম্যারাডোনাকে ২৩ বার ফাউল করা হয়েছিল। কোনো বিশ্বকাপ ম্যাচে এককভাবে কোনো ফুটবলারকে এতবার ফাউল করা হয়নি। ১৯৮২ সালে দুর্দান্ত ফুটবল খেলে মন জয় করেছিলেন ম্যারাডোনা। চার বছর পর ১৯৮৬ সালে জয় করেছিলেন বিশ্বকাপ।

সর্বশেষ খবর