শিরোনাম
বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নেইমারের বন্ধু শেখ রাসেলে

ক্রীড়া প্রতিবেদক

নেইমারের বন্ধু শেখ রাসেলে

হ্যালো, তুমি নাকি নেইমারের সঙ্গে খেলেছ? প্রশ্নটা শুনেই হেসে দিলেন পেদ্রো হেনরিক। শেখ রাসেলের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত তিমোর লিস্টের জাতীয় দলে খেলা ফুটবলার। উত্তর না দিয়ে অবাক হয়ে পাল্টা প্রশ্ন, তুমি জানলে কী করে? শুনেছি। উত্তর শুনেই ২৭ বছরের পেদ্রো হারিয়ে গেলেন স্মৃতির অতলে। বয়স হিসেব করলে নেইমারের চেয়ে ঠিক ১৯ দিনের বড় পেদ্রো। একই শহরে না হলেও খুব একটা দূরে নয় দুজনের বাড়ি। পেদ্রো বলেন, ‘আমার বাড়ি থেকে নেইমারের বাড়িতে যেতে আধঘণ্টার মতো লাগতো। ওর সঙ্গে কত যে খেলেছি। আমি তাকে ১০ বছর বয়স থেকেই চিনতাম। সান্তোসে একসঙ্গে অনুশীলন করেছি। বিভিন্ন ক্যাম্পেও নেইমারের সঙ্গে ছিলাম।’ আরও নানান স্মৃতির কথা জানালেন পেদ্রো। কথা বলতে বলতেই হারিয়ে গেলেন প্রায় দেড় যুগ আগের জীবনে। ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ছেলেবেলাটা আনন্দেই কেটেছিল তার। নেইমারের সংস্পর্শে থাকা এই ব্রাজিল বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে আশাবাদী এবার শেখ রাসেল ক্রীড়া চক্র। আসন্ন ফুটবল মৌসুমের জন্য বেশ শক্তিশালী দল গঠন করেছে তারা।

সর্বশেষ খবর