বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকায় ব্রাজিলের গোলরক্ষক সিজার

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় ব্রাজিলের গোলরক্ষক সিজার

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা গোলরক্ষক জুলিও সিজার এখন ঢাকায়। একদিনের সফরে গতকাল তিনি ঢাকা এসে পৌঁছান। বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী  উপলক্ষে এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ হচ্ছে। সেই উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে সিজার বাংলাদেশে আসেন। আর এটিই ব্রাজিল জাতীয় দলে খেলা কোনো ফুটবলারের প্রথম সফর। সংক্ষিপ্ত হলেও ঢাকায় তাকে বেশ ব্যস্ততার মধ্যে সময় পার করতে হবে। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর বঙ্গবন্ধু জাদুঘরও পরিদর্শন করবেন। বেরাইদ ফুটবল একাডেমি ছাড়াও নারী ফুটবলারদের অনুশীলন দেখবেন। বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও বুরুন্ডির ম্যাচ উপভোগ করবেন। ব্রাজিল জাতীয় দলে সিজার ৮৭টি ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করেন। ২০০৫, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে তিনি অংশ নেন। ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ওই ম্যাচে গোলরক্ষক ছিলেন সিজার। ব্রাজিল ও পর্তুগাল লিগে অংশ নিলেও ক্যারিয়ারে তার বড় সময়টা কেটেছে ইতালির ইন্টার মিলান।

 

 

 

সর্বশেষ খবর