এএফসি কাপে ঢাকায় ৫ ফেব্রুয়ারি আবাহনী হোম ম্যাচে লড়বে মালদ্বীপ চ্যাম্পিয়ন মার্জিয়ার বিপক্ষে। ১২ ফেব্রুয়ারি মালেতে অ্যাওয়ে ম্যাচ আবাহনীর। পেশাদার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংস আগেই এএফসি কাপে আঞ্চলিকপর্বে জায়গা করে নিয়েছে। আবাহনী প্লে-অফে খেলছে ২০১৮ সালে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে। তাও আবার প্রথম ধাপ।
আবাহনী যদি মার্জিয়াকে হারিয়েও দেয় তবু আঞ্চলিক পর্বে খেলতে পারবে না। এরপর তাদের বেঙ্গালুরু এএফসি ও ভুটানের পরো এএফসির মধ্যে যারা জয়ী হবে তাদের বিপক্ষে খেলতে হবে। জিতলেই ‘ই’ গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গী হয়ে যাবে। বসুন্ধরা কিংস ও আবাহনী এফসি কাপে বাংলাদেশের দুই দল খেলবে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।