শেষ এক মাসের মধ্যে উয়েফা নেশনস ও ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা। দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ে সেরেছিলেন ২২ জুন। কিন্তু ভাগ্যের পরিহাসে সবই এখন অতীত। বৃহস্পতিবার স্পেনের সানাব্রিয়ার জামোরা অঞ্চলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাত্র ২৮ বছর বয়সি এই লিভারপুল তারকা। দুর্ঘটনায় তাঁর ভাই আন্দ্রে সিলভাও (২৬) নিহত হয়েছেন, যিনি পর্তুগালের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন। দিয়োগোর তিন সন্তান রয়েছে। এই দুই ফুটবলারের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলপাড়াতে।
জোটা ভাইদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন, লিভারপুল, ম্যানসিটি, টটেনহ্যাম হটস্পার ও পিএসজির মতো ক্লাবগুলো। শোকবার্তা জানিয়েছে দিয়োগোর সাবেক ক্লাব এফসি পোর্তো। সামাজিক মাধ্যমে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও সতীর্থের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। স্প্যানিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পাওয়া প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় জোটার গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়।