কলম্বিয়ায় পুলিশের হেলিকপ্টারে হামলা ও গাড়ি বোমা বিস্ফোরণের পৃথক ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
বৃহস্পতিবারের এই ঘটনার জন্য প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সাবেক বিপ্লবী সশস্ত্র দল এফএআরসি-এর বিদ্রোহীদের দায়ী করেছেন।
হেলিকপ্টার হামলায় অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই বিমান আন্টিওকিয়ার একটি এলাকায় কর্মীদের বহন করছিল, যেখানে তারা কোকা পাতা ধ্বংস করার অভিযানে নিয়োজিত ছিলেন। প্রেসিডেন্ট পেত্রো প্রথমে আটজনের মৃত্যুর খবর দিয়েছিলেন, পরে অ্যান্টিওকিয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, আরও চারজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন।
গভর্নর জানিয়েছেন, হেলিকপ্টারে আঘাত করার জন্য একটি ড্রোন ব্যবহার করা হয়েছিল, যা বিমানটিতে আগুন ধরিয়ে দেয়।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজ বলেন, প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে হামলায় বিমানটিতে আগুন লেগেছে।
এদিকে দক্ষিণ-পশ্চিমের কালি শহরে, একটি বিস্ফোরক ভর্তি গাড়ি সামরিক বিমান স্কুলের কাছে বিস্ফোরিত হয়। এতে পাঁচজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। কলম্বিয়ান বিমান বাহিনী ততক্ষণে বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি।
প্রেসিডেন্ট পেত্রো প্রথমে হেলিকপ্টার হামলার জন্য দেশের বৃহত্তম সক্রিয় মাদক সিন্ডিকেট গালফ ক্ল্যানকে দায়ী করেন। তিনি বলেন, হামলাটি সংঘটিত হয়েছিল গালফ ক্ল্যানের কোকেন জব্দের প্রতিশোধ হিসেবে।
তিনি আরও জানান, বিস্ফোরণের এলাকায় সন্দেহভাজন বিদ্রোহী সদস্যকে আটক করা হয়েছে। সূত্র: এপি
বিডি প্রতিদিন/নাজিম