মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
পেশাদার লিগ

ব্যস্ত শিডিউলের চাপ

ক্রীড়া প্রতিবেদক

৩০ জানুয়ারি থেকেই পেশাদার ফুটবল লিগের পর্দা ওঠার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ১৩ ফেব্রুয়ারি নেওয়া হয়েছে। এ কালচার অবশ্য নতুন নয়। কখনো এক ঘোষণায় লিগ শুরু করা যায়নি। এবারে লিগ পেছানোর বড় কারণ হচ্ছে ঢাকা আবাহনীর এএফসি কাপে প্লে-অফ পর্বে অংশগ্রহণ। আগামীকাল তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপ চ্যাম্পিয়ন মার্জিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে লড়বে। ১২ ফেব্রুয়ারি আবার অ্যাওয়ে ম্যাচ। আবাহনীকে অনুশীলনের সুযোগ ও কয়েকটি ক্লাবের অনুরোধে লিগ কমিটি প্রায় দুই সপ্তাহ লিগ পিছিয়েছে। আবাহনী প্লে-অফে পাড়ি দিতে পারলে তখন আবার খেলবে ভুটানের পারেন ইউনাইটেড ও বেঙ্গালুরু এএফসি জয়ী দলের বিপক্ষে। ১৯ ও ২৬ ফেব্রুয়ারি ম্যাচ দুটো হবে।

আবাহনী উঠলে তখন আবার লিগ বন্ধ থাকবে। এরপর আবার মার্চ থেকে পেশাদার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের গ্রুপপর্বে ই-গ্রুপে সরাসরি খেলবে। আবাহনীর ও সুযোগ আছে এই গ্রুপে সঙ্গী হওয়ার। শুধু এএফসি কাপের জন্যই লিগ বেশ কবার বন্ধ থাকবে। বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, এছাড়া উপায়ও নেই। আমরা চাচ্ছিলাম এএফসি কাপে যারা খেলবে শুধু তাদের খেলাটাই পেছাতে। বাকিরা খেলবে। কিন্তু শিরোপা প্রত্যাশী দলগুলো আবার রাজি নয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর