বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রস্তুত কিংস, প্রস্তুত নীলফামারী

নীলফামারী প্রতিনিধি

প্রস্তুত কিংস, প্রস্তুত নীলফামারী

নতুন রূপে সেজেছে নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম

আরেকটি ইতিহাসের সাক্ষী হতে চলেছে নীলফামারী। গতবার দেশের জনপ্রিয় দল বসুন্ধরা কিংস হোম ভেন্যু হিসেবে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামকে বেছে নিয়েছিল। আর উত্তরাঞ্চলের ক্রীড়ামোদীরা তারকা ফুটবলারদের নৈপুণ্য দেখেছিল। এই ভেন্যুতে কিংস পেশাদার লিগে শিরোপা নিশ্চিত করে। যা ঘরোয়া ফুটবলে নতুন এক ইতিহাস। এর আগে অভিষেক আসরে কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি। স্থায়ীভাবে নীলফামারীর নামটিও ইতিহাসে ঠাঁই পেয়ে গেছে। গতবার সেরা ভেন্যু হিসেবে স্বীকৃতও পেয়েছে।

আগামীকাল নতুন মৌসুমে লিগের পর্দা ওঠার সঙ্গে সঙ্গে ইতিহাস লিখে ফেলবে শেখ কামাল স্টেডিয়াম। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়ার পর এই প্রথম ঢাকার বাইরে উদ্বোধনী ম্যাচ হবে। আর তা বসুন্ধরা কিংসের বদৌলতে। শিরোপা জেতার কারণে নিজ ভেন্যুতে উদ্বোধনী ম্যাচ আয়োজনের সুযোগ পাচ্ছে। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ উত্তর বারিধারা। নতুন মৌসুম বলেই শেখ কামাল স্টেডিয়াম নতুনভাবে সেজেছে। নীলফামারী তো বটেই লিগ ঘিরে আশপাশ জেলাতেও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গতবারের চেয়ে আরও শক্তিশালী দল গড়েছে কিংস। মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপ জিতেই তার প্রমাণ দিয়েছে। প্রস্তুত কিংস। প্রস্তুত নীলফামারী। এখন শুধু লিগ মাঠে নামার অপেক্ষা। কিংসের ফুটবলাররা সোমবার থেকে হোম ভেন্যুতে অনুশীলন করছেন।

সর্বশেষ খবর