দেশের সব স্টেডিয়ামসহ ইনডোর স্টেডিয়ামসমূহ স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় প্রশাসনের চাহিদামতো করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবে
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সারা দেশে এখন ১০ দিনের সাধারণ ছুটি। মরণঘাতী কভিড-১৯ থেকে বাঁচতে নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ছাড়াও ঘরে থাকতে বলছে বাংলাদেশ সরকার। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত হাসপাতালগুলো। তবে প্রয়োজনে দেশের সব স্টেডিয়াম এবং ইনডোর স্টেডিয়ামকে করোনা হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল তিনি মিডিয়ার মুখোমুখিতে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবিলায় সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছে। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেনি বাংলাদেশে। তাই বলে আমাদের আত্মতুষ্টিতে ভোগে বসে থাকলে চলবে না। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।’ বিসিবি ইতিমধ্যেই জানিয়েছে, প্রয়োজনে করোনা সেন্টার হিসেবে মিরপুর স্টেডিয়ামকে ব্যবহার করতে পারবে। গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের সব স্টেডিয়ামসহ ইনডোর স্টেডিয়ামসমূহ স্বাস্থ্য অধিদফতর ও স্থানীয় প্রশাসনের চাহিদামতো করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবে। আমরা ইতিমধ্যেই ঢাকা মহানগরীসহ দেশের প্রধান স্টেডিয়ামগুলোতে করোনা পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আবাসনের ব্যবস্থা করেছি। সারা দেশে ৮০টি এবং ১২৫টি উপজেলা মিনি স্টেডিয়াম রয়েছে আমাদের।’ করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ এবং মৃতের সংখ্যা ৫। সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৫ হাজার ৮৩৩ এবং মৃতের সংখ্যা ৩৪ হাজার ৮৪৭ জন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        