রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এশিয়ান রাগবিতে দুই বাংলাদেশি

ক্রীড়া প্রতিবেক

এশিয়ান রাগবির আনস্টপেবল উইম্যান ক্যাম্পেইনে অংশ নেওয়া ৩২ জন নারীর মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের আজমিরা। বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবলের জনপ্রিয়তা সবার ওপরে। তবে ধীরে ধীরে রাগবির মতো খেলাও জনপ্রিয় হয়ে উঠছে

এশিয়ান রাগবিতে উন্নয়ন কর্মকর্তা (দক্ষিণ এশিয়া) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মাহফিজুল ইসলাম। এশিয়ান রাগবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মাহফিজুল বাংলাদেশ ছাড়াও এখন থেকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং আফগানিস্তানের রাগবি ফেডারেশনে স্ট্রেটেজিক ডেভেলপমেন্ট, এডমিনিস্ট্রেশন, পার্টিসিপেশন এবং ট্রেনিং দেওয়ার কাজ করবেন। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে রাগবির প্রসারে কাজ করবেন। মাহফিজুলের পাশাপাশি এশিয়ান রাগবির কার্যক্রমের অন্তর্ভুক্ত হলেন আজমিরা আক্তার। এশিয়ান রাগবির আনস্টপেবল উইম্যান ক্যাম্পেইনে অংশ নেওয়া ৩২ জন নারীর মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের আজমিরা। বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবলের জনপ্রিয়তা সবার ওপরে। তবে ধীরে ধীরে রাগবির মতো খেলাও জনপ্রিয় হয়ে উঠছে।

সর্বশেষ খবর