রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রাথমিক স্কোয়াডে ৩২ জনের ডাক

১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশসহ এশিয়ার শক্তিশালী দেশগুলো অংশ নেবে

ক্রীড়া প্রতিবেদক

পুরনো বছরে হকিতে মেগা টুর্নামেন্ট হতে পারেনি। করোনাভাইরাসে তা সম্ভবও হয়নি। ছোট আসর নামিয়ে বছর শেষ করেছে ফেডারেশন। নতুন বছরে ঢাকায় আন্তর্জাতিক হকির বড় আসর বসবে। ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত মওলানা ভাসানী স্টেডিয়ামে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ঢাকায় দুবার এশিয়া কাপ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি এটিই প্রথম। বাংলাদেশসহ এশিয়ার শক্তিশালী দেশগুলো অংশ নেবে। শক্তির বিচারে বাংলাদেশের শিরোপা বা রানার্সআপ হওয়া সম্ভব নয়। লক্ষ্য সেমিফাইনালে খেলা। ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। গতকাল ফেডারেশন প্রাথমিক স্কোয়াডে ৩২ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে। এখান থেকে কোচ মাহবুব হারুন চূড়ান্তভাবে ১৮ জনকে বাছাই করবে। গোলরক্ষক- অসীম গোপ, আবু সাঈদ, বিপ্লব, নুরুজ্জামান নয়ন। রক্ষণভাগ- খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান, মো. মেহেদি হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ, খালেদ মাহমুদ, সারোয়ার হোসেন। মধ্য মাঠ-সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন, হাসান যুবায়ের, জাবেদ উদ্দিন, রাজ আহমেদ। আক্রমণ ভাগ- জিমি, মিলন,  কৌশিক, আরশাদ হোসেন, ইমন, রফিবুল হাসান, মিমো, রাজিব, মো. মহসিন ও দেবাশীষ কুমার।

সর্বশেষ খবর