রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তবু হার আশরাফুলদের

সাইফ স্পোর্টিং ২ - ১ শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

তবু হার আশরাফুলদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল সাইফের কাছে হেরে গেছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং। এ জয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চমে অবস্থান করছে সাইফ। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ম্যাচের শুরুটা ভালো করেছিল শেখ রাসেল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে দিচ্ছিল তারা। ম্যাচের ২০তম মিনিটে সাইফের ডিফেন্ডারদের ভুলে ডি বক্সের বাইরে বল পেয়ে বাম পায়ের জোরালো শটে গোল করেন শেখ রাসেলের মো. আবদুল্লাহ। এই নিয়ে লিগে চার গোল করলেন তিনি। বাংলাদেশি ফুটবলারদের মধ্যে আবদুল্লাহই সর্বোচ্চ গোল করেছেন চলমান লিগে। শেখ রাসেল প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধে আর নিজেদের খেলাটা ধরে রাখতে পারেনি সাইফুল বারী টিটুর দল। বিপরীত দিকে সাইফের উজবেক ফুটবলার সিরোজুদ্দিন মাঠে নামলে খেলার গতি বদলে যায়। সাইফ আক্রমণ করে শেখ রাসেলের ডিফেন্স লাইনে চাপ বাড়ায়। ম্যাচের ৫৭তম মিনিটে ইয়াসিনের হেড গোল পোস্টে লেগে ফিরে এলে সাইফের অধিনায়ক রিয়াদুল হাসান রাফি ছোটো ডি বক্সের ভিতর থেকে হেডে গোল করেন। সমতায় ফিরে সাইফ। ৭০তম মিনিটে এগিয়ে যেতে পারত শেখ রাসেল। আবদুল্লাহর বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকেছিলেন শেখ রাসেলের ব্রাজিলিয়ান ফুটবলার রদ্রিগেজ। তবে বলের নিয়ন্ত্রণ নিয়ে শট নিতে ব্যর্থ হন তিনি। ৭৪তম মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। ডি বক্সের বাম দিক থেকে শট নেন ইয়াসিন। বল গ্রিপ করতে ব্যর্থ হন শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ফিরে আসা বল পেয়ে জোরালো শটে গোল করেন সিরোজুদ্দিন।

শেখ রাসেল এরপরও গোলের সুযোগ পেয়েছিল। তবে সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় পরাজয়ের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর