রংপুরের নারী ফুটবলাররা স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে। রবিবার বিকালে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের নয়াপুকুর খেলার মাঠের পাশে অবস্থিত আবাসিক নারী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।
রংপুরের সদ্যপুস্করিনী ইউনিয়নের নয়াপুকুরের ১২ জন নারী ফুটবলার ইতিমধ্যে বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলছে। যাদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার নয়াপুকুর গ্রামে। এছাড়াও ২০১৯-২০২০ নারী লিগে এফ সি উত্তরবঙ্গের হয়ে খেলেছেন সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাবের ১৪ জন নারী খেলোয়াড়।
প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, রংপুরের নারী ফুটবলারদের নামখ্যাত নয়াপুকুরের মেয়েরা আজ দেশের গি পেরিয়ে বিদেশের মাটিতেও খেলছে। এই এলাকার মেয়েরা রংপুরের নামে সুনাম কুড়িয়েছে। এবারে যদি তারা নিজ ক্লাব থেকে লিগে খেলে, তবে আরও ভালো করবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-নিয়ন্ত্রক কামাল হোসেন, সদর উপজেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান প্রমুখ।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        