রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা
পারিশ্রমিকের রেকর্ড নারী লিগে

আবারও সেরা দল গড়ছে কিংস

ক্রীড়া প্রতিবেদক

আবারও সেরা দল গড়ছে কিংস

পেশাদার ফুটবল লিগে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। তেমনিভাবে নারী লিগে প্রথম খেলেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। শুধু শিরোপা নয় অভিষেকেই রেকর্ডের পাহাড় গড়েছে ফুটবল কিং বসুন্ধরা কিংস। কোনো ম্যাচে পয়েন্ট না হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। ১২ ম্যাচে গোল করেছে ১১৯। যা উপমহাদেশের ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড। অধিনায়ক সাবিনা খাতুন রীতিমতো বাজিমাত করেছেন। যেখানে দেশের পুরুষ ফুটবলার গোল খরায় ভুগছে সেখানে সাবিনা এক লিগে আট হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ৩৫ গোল করেন। নারী ফুটবলে এক লিগে আট হ্যাটট্রিক বিশ্ব ফুটবলে বিরল ঘটনা বলা যায়।

২৭ মার্চ নতুন মৌসুমে নতুন নারী লিগের পর্দা উঠছে। বসুন্ধরা কিংস ইতিমধ্যেই নাকি ঘর গুছিয়ে নিয়েছে। শিরোপা ধরে রাখতে গতবারের সেরা সেরা খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি নতুনদেরও আগমন ঘটেছে।

দেশের সেরা নারী ফুটবলার সাবিনা খাতুনকে এবারও দেখা যাবে কিংসে। আর্মব্যান্ড তারই হাতে উঠবে সংশয় নেই। শোনা যাচ্ছে সাবিনা এবার যে পারিশ্রমিক পাবেন তা পেশাদার লিগে অনেক পুরুষ ফুটবলারই পাচ্ছেন না। অর্থের পরিমাণ জানা না গেলেও সাবিনা এবার পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন।

জাতীয় দলে খেলা অন্যদেরও পারিশ্রমিক হবে সন্তোষজনক। সত্যি বলতে কি পুরুষ ফুটবলে কিংস যেমন সর্বোচ্চ বাজেটে দল গড়ছে তেমনি নারীদের বেলায়ও। এতে করে ফুটবলার হতে অন্যদের আগ্রহ বাড়াবে। সাবিনা ছাড়াও দলে থাকছেন কৃষ্ণারাণী সরকার, তহুরা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, রূপনা চাকমা, আঁখি খাতুন, সানজিদা খাতুন, মৌসুমী, সিনিয়র সামসুন্নাহার, শিউলি। নতুন হিসেবে যোগ দিয়েছেন ঋতুপর্ণা, জবা খাতুন, অন চিং মারমা ও জুনিয়র সামসুন্নাহার।

দল গড়ে ফেললেও আসন্ন লিগে বসুন্ধরা কিংসের কে কোচ হবেন তা ঠিক হয়নি। ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান এখানেও আমরা চমক আনার চেষ্টা করব। খেলোয়াড় নিশ্চিত হলেও কিংস বর্ণাঢ্যভাবেই দল বদলের কর্মসূচিতে অংশ নেবে। গত লিগে ৭টি দল অংশ নেয়। এবার খেলবে ১০ দল। বসুন্ধরা কিংস, নাসরিন একাডেমী, শেখ রাসেল ক্রীড়াচক্র, কাচারীপাড়া একাদশ, কুমিল্লা ইউনাইটেড, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং, সদ্য পুস্করিনী যুব স্পোর্টিং, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কাঁচি ঝুলি স্পোর্টিং ও বাফুফে অনূর্ধ্ব-১৭। গতবারে খেলা এএফসি উত্তরবঙ্গ, বেগম আনোয়ারা, স্পার্তান ও সিলেট এফসি অংশ নিচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর