শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

‘পঞ্চপাণ্ডব’ ছাড়া বাংলাদেশ

সফরের শেষ টি-২০ ম্যাচ শুরুর আগে ছিটকে পড়েন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ

বহুদিন ধরে ক্রিকেটে নেই মাশরাফি বিন মর্তুজা। তৃতীয় সন্তানের পাশে থাকবেন বলে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। পারিবারিক কারণে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেন তামিম ইকবাল। ইনজুরির জন্য সিরিজের মাঝপথে সরে দাঁড়ান মুশফিকুর রহিম। সফরের শেষ টি-২০ ম্যাচ শুরুর আগে ছিটকে পড়েন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই পাঁচ ক্রিকেটারকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’। তাদেরকে ছাড়াই বাংলাদেশ শেষ টি-২০ ম্যাচ খেললো।

গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে এই ‘পঞ্চপাণ্ডব’কে ছাড়া খেলে হেরেছে ৬৫ রানে। পাঁচ ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশ গত ১৫ বছরের মধ্যে এই প্রথম ক্রিকেট খেলেছে। ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে বাংলাদেশ সর্বশেষ ‘পঞ্চপাণ্ডব’কে ছাড়া টেস্ট খেলেছিল। তবে মজার বিষয় হচ্ছে, সে সময় এই পাঁচ ক্রিকেটারের সবার একসঙ্গে অভিষেক হয়নি। ২০০৬ থেকে ২০২১ সাল-এই ১৫ বছরে কোনো না কোনো ম্যাচে পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ খেলেছে। গতকাল এদের ছাড়া খেলল বাংলাদেশ। গত ১৫ বছরের বাংলাদেশ যে ৪৪২টি ম্যাচ খেলেছে, তাতে পাঁচ তারকার কেউ না কেউ খেলেছেন।

সর্বশেষ খবর