শিরোনাম
শনিবার, ১০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

সবার ওপরে আনসার

ক্রীড়া প্রতিবেদক

সবার ওপরে আনসার

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে নারীদের কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই শেষ হতে যাচ্ছে দেশের বৃহত্তম ক্রীড়া আসর বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। আজ সন্ধ্যায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাঙবে এ খেলার মেলা। ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমসের উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি। সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী ও গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাংলাদেশ গেমসে ৩১টি ক্রীড়া ডিসিপ্লিনে ৩৭৮টি সোনার পদকের জন্য লড়াই করেছেন ক্রীড়াবিদরা। দলগত দিক দিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত ১২২টি সোনার পদক নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। ১০১টি সোনার পদক নিয়ে দ্বিতীয় বাংলাদেশ সেনাবাহিনী। ৬৩টি সোনার পদক নিয়ে তিনে আছে বাংলাদেশ নৌবাহিনী। তিন বাহিনী ছাড়া ১০টি সোনার পদক জয় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ব্যক্তিগত পদক তালিকায় পাঁচটি সোনার পদক জিতে অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে নিজেকে প্রমাণ করেছেন বাংলাদেশ সেনবাহিনীর বিশ্বাস ফয়সাল।

গতকাল বাংলাদেশ গেমসের নবম দিনে বেশ কয়েকটি সোনার পদকের লড়াই শেষ হয়েছে। ছেলেদের কাবাডিতে বিমানবাহিনীকে ২৪-২২ পয়েন্টে হারিয়ে সোনার পদক জয় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। মেয়েদের কাবাডিতে পুলিশকে ১৫-১৪ পয়েন্টে হারিয়েছে আনসার। ভারোত্তলনে নয়টি রেকর্ড হয়েছে গতকাল। এর মধ্যে নারী বিভাগে চারটি এবং পুরুষ বিভাগে পাঁচটি জাতীয় রেকর্ড হয়েছে। ভারোত্তোলনে ২০টি ইভেন্টে সমান ১০টি করে সোনার পদক জয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ আনসার। তবে জুডোতে এককভাবে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। তারা এ ক্রীড়া ডিসিপ্লিনে পাঁচটি সোনার পদকসহ মোট নয়টি পদক জয় করেছে।

রোইংয়ে চমক দেখিয়েছে কেরানীগঞ্জের দুই ক্লাব। হাতিরঝিলে অনুষ্ঠিত ছেলেদের রোইংয়ে সোনার পদক জয় করেছে আলী নগর রোইং ক্লাব। কেরানীগঞ্জের চুনকুটিয়া রোইং ক্লাব নারী ইভেন্টে সেরা হয়েছে। নারী হকিতে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল। গতকাল তারা ফাইনালে ঝিনাইদহকে ১-০ গোলে হারিয়ে সোনার পদক জয় করে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন নমিতা কর্মকার। আজ শেষ দিনে ক্রিকেটের ফাইনাল হবে বরেন্দ্র নর্থ জোন ও জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোনের মধ্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর