শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা
শেষ ১২ ম্যাচে ১১ জয়

ঘরের মাঠে অন্য বাংলাদেশ

মেজবাহ্-উল-হক

ঘরের মাঠে অন্য বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা!

- এই পরিসংখ্যান দেখে মন খারাপ হয়ে গেল, তাই না!

কিন্তু এটা তো বিদেশের মাটিতে।

তাহলে ঘরের মাঠে বাংলাদেশের পরিসংখ্যানটা একটু জেনে নিন।

সব শেষ ১২টি ওয়ানডের মধ্যে টাইগাররা হেরেছে মাত্র একটি। সেটিও ২০১৮ সালে। বাকি ১১ ম্যাচেই দাপুটে জয়। টানা ৭ ওয়ানডেতে অপরাজিত টাইগাররা। ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশ ভয়ঙ্কর এক দল!

সব শেষ দুই সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছেন টাইগাররা। এক একটি ম্যাচে জয়ের ব্যবধানও বিশাল বিশাল। প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে।

টেস্ট কিংবা টি-২০তে ভালো করতে না পারলেও ওয়ানডেতে বেশ কয়েক বছর থেকেই আধিপত্য দেখাচ্ছে টিম বাংলাদেশ। হোমে সব শেষ যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা, সেই দলটিকেই কিনা ওয়ানডে সিরিজে পাত্তাই দেননি তামিমরা।

সিরিজের তিন ম্যাচের প্রথমটিতে জয় ৬ উইকেটে, দ্বিতীয়টিতে ব্যবধানে ৭ উইকেটের। আর তৃতীয় ওয়ানডেতে ১২০ রানের জয়। তার আগে জিম্বাবুয়েকেও ৩-০ ব্যবধানে সিরিজে হারিয়েছে টিম বাংলাদেশ।

নিষেধাজ্ঞা কাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফিরেই সিরিজসেরা হয়েছিলেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য নিজেকে আরও ক্ষুরধারভাবে উপস্থাপন করতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ফর্মের তুঙ্গে রয়েছেন দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানও। আইপিএলে দাপট দেখানোর পর এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের জার্সিতে ভালো কিছু করার জন্য মুখিয়ে রয়েছেন কাটার মাস্টার। মাঝে কিছুদিন নিজেকে হারিয়ে ফেলে খুঁজে ফিরছিলেন। আবারও পুরনো ছন্দে ফিরেছেন। তার প্রধান অস্ত্রো ‘কাটার’ ‘স্লোয়ার’ ‘ইয়র্কার’ যেন ঠিক আগের মতো। আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দাপটও দেখিয়েছেন।

ছন্দে আছেন অধিনায়ক তামিম ইকবাল এবং ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমও। তরুণরা ভালো করছেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে সেরা দলটিই পাচ্ছে বাংলাদেশ।

গতকাল প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। উইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রায় সবাই সুযোগ পেয়েছেন। নতুন কেউ নেই। দল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সব শেষ হোম সিরিজে এখানে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুবই ভালো করেছিলাম। ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিলাম। সেই ধারাবাহিকতা রাখতে ওয়ানডেতে তেমন একটা পরিবর্তন আনিনি। সবাই আছে। আশা করছি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আমরা ভালোই করব।’

‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আমরা সব সময়ই ভালো খেলি। আমাদের ক্রিকেটাররা ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ডের পাঠ শেষ করেছি। যদিও সেখানে খুব একটা ভালো করতে পারিনি। তবে হোম সিরিজ সবসময়ই আলাদা। যেহেতু আমরা এখানে জয়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই আমরা আত্মবিশ্বাসী।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের মাটিতে সব শেষ টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। তা ছাড়া ঘরের মাঠে সবশেষ ৩০ ওয়ানডের মধ্যে মাত্র একবারই টানা দুই হার আছে টাইগারদের। সেটি এই শ্রীলঙ্কার বিরুদ্ধে। বছর তিনেক আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টাইগাররা হেরেছিল চন্দ্রিকা হাতুরাসিংহের দলের কাছে।

সব মিলে এই সিরিজটি যেন টাইগারদের জন্য একটা প্রতিশোধের মিশন।

- আগের সব হিসাব একসঙ্গে বুঝিয়ে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে টিম বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর