শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

বেতন বাড়ল সালমাদের

ক্রীড়া প্রতিবেদক

বেতন ও ম্যাচ ফি বেড়েছে মহিলা ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলমদের। মহিলা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে ২০ শতাংশ এবং ম্যাচ ফি বেড়েছে ১০০ ও ১৫০ শতাংশ। যা কার্যকর হবে চলতি জুলাইয়ের বেতন থেকে। বিসিবি নারী ক্রিকেট উইংয়ের পরিচালক শফিউল আলম নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন, ‘নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বিসিবি। তাদের বেতন আগের চেয়ে ২০ শতাংশ বাাড়নো হয়েছে। চলতি জুলাই মাসেরই তারা বর্ধিত বেতন পাবে।’ আগে প্রতিটি ওয়ানডের জন্য ১৫০ ডলার করে পেতেন সালমা, জাহানারারা। এখন সেখানে পাবেন ৩০০ ডলার। টি-২০তে পেতেন ৭৫ ডলার। এখন সেখানে পাবেন ১৫০ ডলার।

বর্তমানে ৪ ক্যাটাগরিতে মোট ২২ নারী ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। নতুন বেতন কাঠামো অনুযায়ী ‘এ’ ক্যাটাগরিতে মাসিক ৬০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৪৮ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬ হাজার ও ‘ডি’ ক্যাটাগরিতে বেতন পাবেন ২৫ হাজার টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর