বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ এক রেকর্ড গড়েছে তিতের দল ব্রাজিল। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বাছাই পর্বে টানা সাত ম্যাচ জয় করেছে তারা। চিলির বিপক্ষে নেইমাররা ১-০ গোলের জয় পেয়েছেন। দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন এভারটন রিবেইরো। এ জয়ে ২১ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।
আর্জেন্টিনাও দারুণ জয় পেয়েছে বাছাইপর্বে। লটারো মার্টিনেজ, জোয়াকিম কোয়েরা এবং অ্যাঞ্জেল কোরেয়ার গোলে আলবেসিলেস্তরা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের শেষদিকে ভেনেজুয়েলার পক্ষে ম্যাচের শেষদিকে একটি গোল করেন ইয়েফেরসন। এ জয়ে আর্জেন্টিনা ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। এদিকে বাছাই পর্বে ল্যাটিন অঞ্চলে জয় পেয়েছে ইকুয়েডরও। তারা ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। তবে ড্রতেই শেষ হয়েছে পেরু-উরুগুয়ে লড়াই (১-১)। ড্র করেছে বলিভিয়া-কলম্বিয়াও (১-১)।
বিশ্বকাপ বাছাই পর্বে সুপার ক্ল্যাসিকোর অপেক্ষায় আছে ফুটবলভক্তরা। কাল রাতে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই পুরনো শত্রু ব্রাজিল-আর্জেন্টিনা। সুপার ক্ল্যাসিকোর প্রস্তুতিটা ভালোই হলো ব্রাজিল ও আর্জেন্টিনার। বাছাই পর্বে টানা সাত ম্যাচ জিতেই থামতে রাজি নন ব্রাজিল তারকা এভারটন। তিনি বলেন, ‘টানা সাত জয় ঐতিহাসিক। এবার আশা করি টানা আট জয় অর্জন করতে পারব।’ তবে আর্জেন্টিনার বিপক্ষে সতর্ক থেকেই খেলতে নামবেন নেইমাররা। গত জুলাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হেরেই কোপা আমেরিকার শিরোপাবঞ্চিত হয়েছিল ব্রাজিল।