মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নেশনস কাপের শিরোপাও ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক

নেশনস কাপের শিরোপাও ফ্রান্সের

জার্মানি, ইতালি, স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। আবার ইউরো চ্যাম্পিয়নও। তিন পরাশক্তির মতো ফ্রান্সও বিশ্বচ্যাম্পিয়নের পাশাপাশি ইউরো চ্যাম্পিয়ন। কিন্তু কিলিয়ান এমবাপ্পে, গ্রিজম্যান, করিম বেনজামারা পেছনে ফেলেছেন জার্মানি, ইতালি, স্পেনকে। ইউরোপের একমাত্র দেশ হিসেবে ফ্রান্স বিশ্বকাপ, ইউরোপিয়ান কাপ ও নেশনস কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮ সালের সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর পরশু রাতে আইফেল টাওয়ারের দেশ, মোনালিসার দেশ ফ্রান্স নেশন্স কাপ জিতেছে। টানটান উত্তেজনার ফাইনালে পিছিয়ে থেকে স্পেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ফ্রান্স। আসরে তৃতীয় হয়েছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। স্থান নির্ধারণী ম্যাচে ইতালি ২-১ গোলে হারিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে। ২০১৯ সালে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। নেশনস কাপের ফাইনালটি আবার বিশেষভাবে স্মরণীয় আঁতোয়ান গ্রিজম্যানের জন্য। আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচ খেলেন তিনি। ইতালির মিলানের সানসিরোতে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। ফ্রান্সের পক্ষে সমতা আনেন বেনজেমা এবং জয়সূচক গোলটি করেন এমবাপ্পে।

সর্বশেষ খবর